An Ode To My Mom

Mousumi Sengupta

The long, monotonous days of the lockdown have compelled me to introspect on various aspects of my life; and when Mother’s Day came in the middle of the lockdown, childhood memories came rushing to me. What precious time I have spent in the company of my mother! That mother is now old and ailing.

Those days will never return, but the memories will stay with me as long as I live. In retrospect, I realize the kind of sacrifices she made for her child, the effort she put in, and the values she inculcated in me. I have encapsulated all those thoughts in a small poem in Bengali ( ছড়া), which I dedicate to my mother on this special day.

মা
চোখ মেলিতেই তোমায় দেখে
হাসি কি মোর ধরে?
মা গো আমায় নিয়ে এলে
এই ধরণী ‘পরে!

ছোট্ট আমি দুষ্টু আমি
জ্বালাই সারাদিন
তোমার এত ধৈর্য কেন,
নীরব বাক্যহীন?

নাওয়া খাওয়া ছাড়লে যখন
অসুখ হল মোর,
চুপটি করে মাথার ধারে
শুশ্রুষা আদর!

লেখাপড়ায় ভালই ছিলাম
তবু তোমার শ্রম
না থাকিলে হতাম বড়?
ছোট্ট তোমার পম!

গেলাম যখন পরের ঘরে
কষ্ট নিয়ে বুকে,
মাগো তুমি বললে আমায়
সুখ লুকিয়ে দুখে ।

ছোট্ট মিঠি এলো যখন
ভুললে কি আমায়?
কথায় কথায় আমিই দোষী,
তোমার নাতনি নয়?

চলা তোমার বন্ধ হল
বছর কয়েক পর,
সময় তো আর দাঁড়ায় নাকো
তাই না পথিকবর?

বয়স না হয় এগিয়ে গেছে
মনটি তবু সরল,
এই পৃথিবী বুঝলে না মা,
অমৃত নয় গরল।

তাই তো তুমি সুখী মাগো
মোদের অহঙ্কার,
সুস্থ হয়ে ফিরে এসো
খোলা যে মোর দ্বার।

LOVE YOU MA!

Mousumi Sengupta is known for many things. But the one thing she doesn’t do is wear her heart on her sleeve. She’s quiet about those she loves because she believes her actions speak for themselves. This time though, her mother is in hospital after surgery for a pacemaker: not just weak and ailing but also emotionally unresponsive. But here’s the magic a daughter’s love can do. The poem lit up her mother’s face and she asked for it to be read out again that night.

Love like this needs to be celebrated. Meet
Mousumi Sengupta. Her mother calls her Pom!

If you need further help or advice, give us a call. TriBeCa Care is happy to be by your side. For more information call us at + 913366064208 or request a callback. We are also available by email at enquiry@tribecacare.com